এদেশ কৃষি প্রধান দেশ । এদেশের খাদ্য ঘাটতি পুরন এবং হতদরিদ্র কৃষকের কৃষি উপকরন কৃষকের দোর গোড়ায় পৌছে দেওয়ার জন্য তদানিন্তন সরকার ১৯৬১ সনে ১৬ ই অক্টোবর EPADC (East Pakistan Agricultural Developmet Corporation) প্রতিষ্ঠা করেছিলেন । স্বাধীনতার পর EPADC এর নাম পরিবর্তন করে রাখা হয় BADC(Bangladesh Agricultural Development Corporation) ।প্রতিষ্ঠালগ্ন থেকে সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীগন অক্লান্ত পরিশ্রমের মধ্যমে বিভিন্ন ফসলের উন্নত বীজ উৎপাদন করে কৃষকের মাঝে বিতরন,সার ও পরিমিত সেচ ব্যবহারের সেবা দিচেছ । বর্তমানে কৃষি মন্ত্রানালয়ের অধীনস্থ সংস্থ গুলোর মধ্যে শীর্ষে অবস্থান বিএডিসির ।